"জয় বাংলা" স্লোগান দেওয়ায় ৩৫ যাত্রীসহ ফুলপুরে বিআরটিসি বাস আটক

মোতালেব সরকার
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩১ দুপুর

ময়মনসিংহের ফুলপুরে "জয় বাংলা" স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ৩৫ জন যাত্রীসহ একটি বিআরটিসি বাস আটক করেছে স্থানীয় ছাত্রজনতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিআরটিসি বাসটি ফুলপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে কয়েকজন যাত্রী বাসের ভিতর থেকে "জয় বাংলা" স্লোগান দেন। এতে স্থানীয় ছাত্রজনতার একটি দল ক্ষুব্ধ হয়ে বাসটি আটকে দেয় এবং যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশের এক কর্মকর্তা জানান, "পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। বাসের যাত্রীদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং বিস্তারিত তদন্ত চলছে।"