তারাকান্দায় সেনাবাহিনী প্রধানের শীতকালীন মহড়া পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ
এস এম হোসেন আলী
প্রকাশ : ০৮ জানুয়ারী ২০২৫, ১০:৪১ দুপুর
ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ এড়িয়া এবং মহড়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ও এসপি, এসজিপি, পিএসসি।
৭ জানুয়ারি-২০২৫ ইং তারিখ মঙ্গলবার উপজেলার কাকনী ইউনিয়নের শিমুলিয়া গ্রামে থলের বন্দ এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের শীতকালীন মহড়া পরিদর্শন করেন তিনি।
সেনাবাহিনী প্রধান বিকাল ৩ টা ২০ মিনিটে সেনাবাহিনীর ডওফিন-S3-Bmo মডেলের একটি হেলিকপ্টার যোগে শিমুলিয়া গ্রামে পৌঁছান। এরপর সেখানে শীতবস্ত্র বিতরণ শেষে মহড়া পরিদর্শন করেন। বিকাল ৪ টা ৫০ মিনিটে সেনাপ্রধান একই হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
তারাকান্দায় এ সময় সেনাপ্রধানের সফরসঙ্গী হিসেবে ছিলেন-মেজর জেনারেল মোঃ আবু বকর সিদ্দিক খান, এনডিসি, এএফডব্লিউসি, জি+(এমজিও), ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির এসইউপি (বার), এসপিপি, এনডিসি, ফপিএসসি (ডিএমটি), ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল হক এসজিপি, এসইউপি(বার), এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি (এমএটুসিএ এস), লেঃ কর্নেল আশিকুল হক, পিএসসি, এসি (সেনাপ্রধানের নিরাপত্তা অফিসার), ক্যাপ্টেন সাদাত মো. শাহরিয়ার শামীম শোভন, ই বেঙ্গল (এডিসি টু সিএএস)।
তারাকান্দায় আগমনের পর হেলিপ্যাড গ্রাউন্ডে সেনাপ্রধানকে স্বাগত জানান, লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান এসইউপি, এডব্লিউসি, পিএসসি, জিওসি, সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) ময়মনসিংহ সেনানিবাস, মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাশীহুর রহমান, এসজিপি, এসপিপি, এনডিসি, পিএসসি, জিওসি ১৯ পদাতিক ডিভিশন, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার সদর দপ্তর ৭৭ পদাতিক ব্রিগেড, মোমেনশাহী সেনানিবাস, ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ মালেক হোসেন এনডিসি, পিএসসি স্টেশন কমান্ডার ময়মনসিংহ সেনানিবাস, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম বিপিএম, এএফডব্লিউসি,পিএসসি কমান্ডার ৩০৯ পদাতিক ব্রিগেড ঘাটাইল সেনানিবাস,ভারপ্রাপ্ত কর্ণেল জিএস কমান্ডার মোহাম্মদ আলামিন কবির (এনডি) পিএসসি, বিএমএম।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের তারাকান্দায় মহড়া পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণের সময় স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।