মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
শিরোনাম

হবিগঞ্জে দেড় কোটি টাকার চোরাচালান পণ্য ও যানবাহন জব্দ


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ১৯ অক্টোবর ২০২৫, ১১:২৮ দুপুর

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্তে টানা অভিযানে গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য ও একটি ট্রাক জব্দ করেছে।
 
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ৫ কিলোমিটার ভেতরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে।
 
অভিযানে ঢাকা মেট্রো ট-১৮-৮৩৬৭ নম্বরের একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়। ট্রাকটির ভিতরে অভিনব কৌশলে মাছের খাবার ও সারের বস্তার আড়ালে এসব জিরা লুকানো ছিল।
 
জব্দকৃত পণ্য ও ট্রাকের মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা, যা একইদিনে নিয়ম অনুযায়ী হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
 
এছাড়া ১৮ অক্টোবর (শুক্রবার) আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় মাধবপুর উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে সাতছড়ি-চুনারুঘাট রোডে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কাশ্মিরি শাল, শাড়ি, থ্রি-পিস, জিরা ও ফুচকা জব্দ করে।
 
এই অভিযানে উদ্ধারকৃত পণ্যের সিজার মূল্য আনুমানিক ২২ লাখ ৮০ হাজার টাকা। জব্দকৃত পণ্যগুলো হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
 
মাদক ও চোরাচালান বিরোধী অভিযান সম্পর্কে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন_বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে, আর আমাদের মাদক ও চোরাচালান বিরোধী অভিযানগুলো এই দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে।
 
বিজিবি জানায়, চোরাচালানী চক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
 
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে ৫৫ বিজিবি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত