ফুলপুরে অটো রিক্সা শ্রমিক দলের আনন্দ মিছিল

মোতালেব সরকার
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৭:০৫ বিকাল

ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ফুলপুর উপজেলা শাখার অটো, রিক্সা, মিশু ও শ্রমিক দলের নবগঠিত কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নবগঠিত কমিটির আহ্বায়ক কামাল হোসেন ও সদস্য সচিব হাফিজুল ইসলামের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও বিজয় মিছিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি এ.কে.এম. আরিফুল হক আরিফ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সংগ্রামী সদস্য ওয়াহিদুজ্জামান মিঠুন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের সদ্য সাবেক আহ্বায়ক মিজানুর রহমান হীরা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফুলপুর উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আজিজুল ইসলাম, ফুলপুর উপজেলা যুব দলের নেতা আশিকুল হক মানিক (মাস্টার) প্রমুখ।