নেত্রকোনা পৌর জামাতের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

মো: আরিফুল ইসলাম
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০১:২৩ দুপুর
_original_1760765715.jpg)
“আমাদের শহর আমরাই পরিষ্কার রাখব” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা পৌরসভার রেলক্রসিং মোড় থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার সকালে পৌর শহরের ১নং ওয়ার্ডের রেলক্রসিং বাজার এলাকায় এই পরিষ্কার পরিছন্নতা অভিযানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা পৌর শাখা।
অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার। তিনি রেলক্রসিং বাজারের পাশে একটি ডাস্টবিন নির্মাণের আশ্বাস দেন, যাতে স্থানীয়রা নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলতে পারেন। পাশাপাশি জামাতে ইসলামীকে ধন্যবাদ জানায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ গ্রহণ করার জন্য গ্রহণ করার জন্য।
১নং ওয়ার্ডের আমির অধ্যাপক কামরুল হাসানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পৌরসভার আমির রফিকুল ইসলাম, জেলা জামায়াতের বায়তুল মালের সেক্রেটারী মাস্টার নিজাম উদ্দিন, পৌর নায়েবে আমির ডা. আবুল হোসেন, পৌর সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত আলী উসমান আনসারীসহ জামায়াতের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
অভিযান শেষে বক্তারা পরিচ্ছন্ন ও সুন্দর শহর গড়তে সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।