ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

বলিউড তারকা ভিকির সঙ্গে বিয়ে বাতিল করতে চেয়েছিলেন ক্যাটরিনা!


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ রাত

ছবি সংগৃহীত

বলিউড তারকা ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ সম্প্রতি তাদের চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। একসঙ্গে এতগুলো বছর কাটিয়ে ফেললেও পরস্পরকে প্রভাবিত করার বা নিয়ন্ত্রণে রাখার তাগিদ নেই তাদের। আবার সাদরে গ্রহণ করেছেন পরস্পরের সংস্কৃতিও। 

অথচ একটা সময় নাকি ভিকির সঙ্গে বিয়ে বাতিল করে দিতে চেয়েছিলেন ‘এক থা টাইগার’ খ্যাত অভিনেত্রী ক্যাটরিনা। এক সাক্ষাৎকারে ভিকি নিজেই জানিয়েছেন সে কথা।

অভিনেতা বলেন, ‘(জারা হাটকে জারা বাঁচকে) সিনেমার অর্ধেক শুটিং সেরে ফেলেছিলাম। তার পরে বিয়ের জন্য ছুটি নিয়েছিলাম। কিন্তু বিয়ের ঠিক পরেই দুদিনের মধ্যেই আমাকে কাজে ফিরতে বলা হচ্ছিল।’

বিয়ের পরপরই ভিকি আবার শুটিংয়ে যাবেন–এ কথা জানতে পেরে বেজায় চটেছিলেন ক্যাটরিনা। হুমকি দিয়ে বলেছিলেন, বিয়ের পরেই যদি কাজে ফিরে যেতে হয়, তা হলে বিয়েটাই বরং বন্ধ হোক।

তবে এই হুমকি নাকি রসিকতার সুরেই দিয়েছিলেন ক্যাটরিনা। বাস্তবে কাজ ও সংসারে সমতা নিয়ে দুজনের মধ্যে নাকি যথেষ্ট ভাল বোঝাপড়া রয়েছে। ক্যাটরিনা নাকি মাঝে মধ্যেই অতিরিক্ত ভাবনা শুরু করেন, দুশ্চিন্তায় ভোগেন, অল্পেই ঘাবড়ে যান। সেই সময় স্ত্রীকে নিমেষে শান্ত করে দেন ভিকি।

ভিকি এই মুহূর্তে তার পরবর্তী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে ব্যস্ত। ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। আগামীতে তাকে ‘জি লে জারা’ ছবিতে দেখা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত