ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

পূর্বধলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন রেজওয়ানা কবির


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ রাত

নেত্রকোণার পূর্বধলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করে কর্মকাল শুরু করেছেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির। তিনি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা থেকে বদলী হয়ে গত ১৯ ডিসেম্বর পূর্বধলা উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে বরণ করে নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। 

এর আগে গত ১৭ ডিসেম্বর বিদায়ী পুর্বধলার উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান শেষ কর্মদিবস পালন শেষে নেত্রকোণা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন। পরে ১৯ ডিসেম্বর নতুন ইউএনও হিসেবে পূর্বধলায় যোগদানের মাধ্যমে দায়িত্ব বোঝে নেন রেজওয়ানা কবির। 

নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির ঢাকা বিশ্ববিদালয়ে লেখা পড়া করেছেন। তিনি ৩৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকার বাসিন্দা।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির জানান, পূর্বধলা উপজেলার সার্বিক কাজের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আরও এগিয়ে নেওয়ার লক্ষে কাজ করে যাবেন। এ জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত