ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

শেরপুরে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে জেলা পুলিশের মতবিনিময় 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ রাত

শেরপুরে আসন্ন বড়দিন যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পালিত হয় সে বিষয়ে শেরপুরের খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে জেলা পুলিশ। 

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিমসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়া উপস্থিত ছিলেন শেরপুরর ৫২টি গির্জার প্রতিনিধিসহ খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল। 

অনুষ্ঠানে মুক্ত আলোচনায় বড়দিন এর নিরাপত্তাসহ দিবসটি যাতে নির্বিঘ্নে উদযাপন করা যায় সে সম্পর্কে বিভিন্ন প্রয়োজনীয় দিক উঠে আসে। 

শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম বড়দিন শান্তির্পূণ উৎসবমুখর হবে বলে মতবিনিময় সভায় উপস্থিতদের নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত