খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও মাজার জিয়ারত করেন কেন্দ্রীয় নেতা
মো: আরিফুল ইসলাম
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ বিকাল
নেত্রকোনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও মাজার জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী।
শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ জুমা নেত্রকোনার মদনপুর হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমী (রঃ) জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শেষে মাজার জিয়ারত করেন নেতা-কর্মীরা। এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতার জন্য দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ইমরান তালুকদার, পৌর বিএনপির সাবেক সভাপতি মারুফ, সাবেক জেলা যুবদলের সহ-সভাপতি ওয়ারেস উদ্দিন ফারাস, রফিক, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরিদউদ্দিন বাবু, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব রানা আহমেদ, সাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক এডভোকেট সোহেল তালুকদার (এপিপি), বারহাট্টা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূরুল ইসলাম শেখ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মামুন, সদস্য সচিব মুন্নাসহ ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।