পাকিস্তান থেকে আসা আসা জাহাজ ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ জলসীমায় পৌঁছলেও বহির্নোঙরে আসেনি
আরবান ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০২ দুপুর
পাকিস্তান থেকে সরাসরি আসা সেই কনটেইনার জাহাজ ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ আবার এলো বাংলাদেশে। শুক্রবার বিকালে জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছে। তবে জলসীমায় পৌঁছলেও বহির্নোঙরে আসেনি।
আজ শনিবার জাহাজটি বন্দর বহির্নোঙরে পৌঁছবে। রোববার জাহাজটির চট্টগ্রাম বন্দরের বিশেষায়িত নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) ভেড়ার শিডিউল রয়েছে। সেখানে কনটেইনার খালাস ও খালি কনটেইনার ভর্তি করার জন্য দুই দিন অবস্থান করবে। এরপর জাহাজটি রওনা দেবে ইন্দোনেশিয়ার বন্দরের উদ্দেশে।
শিপিং এজেন্ট সংশ্লিষ্টরা জানান, পাকিস্তান থেকে আসা জাহাজে চিনি ও আলুসহ শিল্পের কাঁচামাল আছে। এসব ছাড়াও কনটেনারে আছে সোডা অ্যাশ, ডেনিম ফেব্রিক, সুতো, ডলোমাইট লুম্পস, ন্যাচারাল ডলোমাইট, ড্রাই ফিশ, ইউপিএস ও রেডিয়েটর কোর। প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যরে ৮২৫টি কনটেইনার আছে এই জাহাজে। এবার আগেরবারের চেয়ে বেশি পরিমাণ পণ্য বোঝাই করে নিয়ে আসা হয়েছে। জাহাজটির স্থানীয় এজেন্ট রিজেন্সি লাইন্স লিমিটেড।
বন্দর সূত্র জানায়, জাহাজটিতে দুবাইয়ের জেবল আলি বন্দর থেকে জাহাজে তোলা হয়েছে ১২৬ কনটেইনার ও পাকিস্তানের করাচি থেকে ভর্তি করা হয়েছে ৬৯৯ কনটেইনার। জাহাজটি প্রথমবার এসেছিল গত ১১ নভেম্বর। ওই সময় এটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে।
তখন আনা হয় টেক্সটাইল শিল্পের কাঁচামাল, কাচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং ও কাঁচামাল কাপড়সহ কয়েক ধরনের পণ্য। জাহাজটি প্রথমবার চট্টগ্রাম বন্দরে ভেড়ার পর বেশ হইচই পড়ে যায়। নানা আলোচনা চলে পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে।
তবে শিপিং এজেন্টরা বলছেন, কোন দেশ থেকে সরাসরি জাহাজ সার্ভিস চালু হওয়া মানে ব্যবসা-বাণিজ্যের প্রসার। জাহাজটির সরাসরি আসা নিয়ে বিতর্কের কিছু নেই।