শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
শিরোনাম

ফুলবাড়ীয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


  রফিকুল ইসলাম মানিক

প্রকাশ :  ০৭ জানুয়ারী ২০২৫, ০৭:৩৭ বিকাল

ঢাকা শ্যামলী মোহাম্মদপুর এলাকার বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের উদ্যোগে ধারাবাহিক বাৎসরিক কার্যক্রমের অংশ হিসেবে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। 
 
মঙ্গলবার সকালে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র শীতের কম্বল প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাদশা ফয়সাল ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্ণেল অবসরপ্রাপ্ত মাকসুদুল হক, জেলা জামায়াতে নায়েবে আমীর অধ্যক্ষ মুহা. কামরুল হাসান মিলন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আব্দুল বারী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মীর জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ইমান আলী ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মানিক হাসান প্রমুখ।
 
পরে দক্ষিণ কোরিয়া প্রবাসীগণের সার্বিক সহযোগিতায় কোরিয়া মুসলিম কমিউনিটির বাস্তবায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে স্থানীয় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র প্রদান করা হয়। 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত