আটপাড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ
ফয়সাল চৌধুরী
প্রকাশ : ০৮ জানুয়ারী ২০২৫, ১১:১৪ দুপুর
নেত্রকোনার আটপাড়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (বিজ্ঞান মেলা) উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফয়সল আহম্মদ, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর, সদস্য রফিক তালুকদার, শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম খান (লিটন), গোপালশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিঞা, নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল করিম হীরা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।