গণিত অলিম্পিয়াডে ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে ৭জন মেধা তালিকায় নির্বাচিত
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ০৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ বিকাল
নেত্রকোণার পূর্বধলায় গণিত অলিম্পয়াডের চুড়ান্ত ফলাফলে ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে মেধা তালিকায় ৭জন নির্বাচিত হয়েছে। তার মধ্যে ৯ম শ্রেণিতে উপজেলায় ১ম ও তৃতীয় স্থান সহ মোট ৭জন রয়েছে।
গত সোমবার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। গণিত অলিম্পিয়াডের আয়োজন করে পূর্বধলা গণিত শিক্ষক ফোরাম।
প্রকাশিত ফলাফলে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত উপজেলার ৪১টি প্রতিষ্ঠানের ৮১০ শিক্ষার্থীর মাঝে প্রতি শ্রেণিতে ২৫জন করে ১২৫জনকে মেধা তালিকায় নির্বাচিত করা হয়। ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে ৯ম শ্রেণিতে উপজেলায় প্রথম হয় লুলুত জাহান হিমু। একই শ্রেণিতে তৃতীয় স্থান অধিকার করে আব্দুল্লাহ শাওন। এছাড়া ৬ষ্ঠ শ্রেণি থেকে মো: আল আমিন, সাব্বির আহমেদ, ৮ম শ্রেণি থেকে ইরফান সাদিক, ৯ম শ্রেণি থেকে সাদিয়া আফরিন জোনাকি ও ১০ম শ্রেণিতে ইসরাত জাহান তানজিলা মেধা তালিকায় নির্বাচিত হয়।
ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মোতালিব জানান, উপজেলায় প্রথমবার অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াডে ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৫জন করে ২৫ শিক্ষার্থী অংশগ্রহন করে। তাদের মধ্যে মেধা তালিকায় ৭জন নির্বাচিত হওয়ার তাদেরকে ধন্যাবাদ জানান। সেই সাথে আগামীতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলার পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত গত সোমবার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির। সভাপতিত্ব করেন গণিত অলিম্পিয়াডের আয়োজক সংগঠন পূর্বধলা গণিত শিক্ষক ফোরামের সভাপতি নূর আহাম্মদ খান রতন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি লেখক গবেষক আলী আহমদ খান
আইয়োব, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, গণিত শিক্ষক ফোরামের সাধারন সম্পাদক মো: আব্দুল কাদির, সদস্য সচিব নেজাতুল ইসলাম, যুগ্ম সম্পাদক গোলাম মোশারফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: জায়েজুল ইসলাম।