শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
শিরোনাম

মাধবপুরে সম্বনয়ককে আওয়ামী লীগ নেতার প্রাণনাশের হুমকি, থানায় জিডি


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ০৭ জানুয়ারী ২০২৫, ০২:০৪ দুপুর

হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সম্মেলন শামসুল আলম বাবুলকে উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাকিউল জাকিউর রহমান প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ব্যাপারে শামসুল আলম বাবুল রোববার জাকিরের জাকিরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
 
 
অভিযোগ সূত্রে জানা যায় বিগত ফাসিষ্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেন। এতে জাকিউল সহ অন্যান্যরা তার প্রতি ক্ষুব্ধ হয়। ফলে শনিবার বিকেলে মাধবপুর বাজারে প্রকাশ্যে গালিগালাজ করেন এবং সময় মত তাকে প্রাণে হত্যার হুমকি দেয়।  এ ব্যাপারে শামসুল আলম বাবুল জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন। 
 
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত