নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকা চন্দ্রডিঙ্গা গ্রামে বালু জমির সম্ভাবনাকে কাজে লাগাতে এবং কৃষি উৎপাদন বাডাতে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর উদ্যোগে বাদাম চাষ সম্প্রসারণে এলাকার কৃষকদের মাঝে বাদাম বীজ বিতরণ করা হয়েছে।
প্রতিবছর পাহাড়ী ঢলের কারণে চন্দ্রডিঙ্গা গ্রামের অনেক কৃষি জমি বালু পড়ে অনাবাদী জমিতে পরিণত হচ্ছে। তাই পাহাড়ী ছড়া তীরবর্তী এবং বালুময় অব্যবহৃত জমিকে চাষের আওতায় আনতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বালু জমিতে বাদাম চাষ কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি অনাবাদি জমি চাষের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।
বাদাম বীজ বিতরণ অনুষ্ঠানের লক্ষ উদ্দেশ্য তুলে ধরেন বারসিক এর উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা। বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আলহাজ্ব আলী উপসহকারী কৃষি কর্মকর্তা। তিনি বলেন, "বালু জমি অবহেলিত পড়ে থাকলেও সঠিক পরিকল্পনা ও প্রযুক্তি ব্যবহার করে এখানে বাদামসহ অন্যান্য ফসল চাষ করা সম্ভব। বালুসহশীল ফসল চাষের মাধ্যমে কৃষকদের আর্থিক উন্নয়ন ঘটবে এবং দেশের কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।"
বীজ বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া এক কৃষক পুলক কুবি বলেন, "আমাদের এলাকায় অনেক জমি অব্যবহৃত ছিল। এখব বারসিক এর সহযোগিতায় আমরা বাদাম চাষের জন্য উদ্যোগ নিয়েছি। আশা করছি ভালো ফলন হবে।
বানিলা জানান, "বালু জমিতে বাদাম চাষ করা সম্ভব তা আমরা জানতাম না। গতবার বারসিক এর সহযোগিতায় ও পরামর্শে আমরা বালু জমিতে বাদাম চাষ করে ভালই লাভবান হয়েছি। তাই এবারও বাদাম চাষ করার জন্য উদ্যোগ নিচ্ছি।
পাহাড়ী ঢলে ভরাট হয়ে যাওয়া বালু জমিতে বাদাম চাষের এই উদ্যোগ সীমান্তবর্তী এলাকার কৃষিক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা ঘটবে।বালুময় অনাবাদী জমি আর পড়ে থাকবে না।