ময়মনসিংহ বিভাগীয় পাঠাগার সম্মেলন অনুষ্ঠিত
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ দুপুর
‘জ্ঞ্যন ভিত্তিক সমাজ বিনির্মানে পাঠাগার এর ভূমিকা অপরিসীম’ সম্মিলিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় পরিষদের আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় পাঠাগার সম্মেলন অনুষ্ঠিত ।
বাংলাদেশকে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানবিক সমাজ গড়তে পাঠাগারগুলোকে জাগাতে হবে। পাঠাগারের বই পাঠ কর্মসূচি বাড়াতে হবে। পাশাপাশি জ্ঞানবিজ্ঞান, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রসার ঘটাতে হবে। আঞ্চলিক লোকসাহিত্য ও সংস্কৃতি সংগ্রহ, সংরক্ষণ ও সম্প্রসারণেও পাঠাগারগুলো ভূমিকা রাখতে পারে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে সম্মিলিত পাঠাগার আন্দোলনের আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় পাঠাগার সম্মেলনে সম্মিলিত পাঠাগার আন্দোলনের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক রহমান রায়হান'র সঞ্চালনায় বিভিন্ন আলোচক দের
আলোচনায় এসব কথা উঠে এসেছে। একই সঙ্গে পাঠাগারগুলোর পাঠক–সংকট, অবকাঠামো, আর্থিক সংকটসহ নানা ধরনের সমস্যা নিরসনে সরকারি পৃষ্ঠপোষকতার দাবিও উঠেছে।
এই সম্মেলনে ময়মনসিংহের চার জেলার শতাধিক বেসরকারি পাঠাগারের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার শাহেদা স্মৃতি পাঠাগার এর সভাপতি আনসার উদ্দিন খান পাঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পাঠাগার আন্দোলনের কেন্দ্রীয় পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আকন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত পাঠাগার আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা:রাজেন্দ্র দেবনাথ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেলে ‘পাঠাগার আন্দোলনের বিকল্প ধারা:সম্ভাবনার নতুন দুয়ার’ শীর্ষক সেমিনার হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সম্মিলিত পাঠাগার আন্দোলনের কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি মোশাররফ হোসেন।