পর্যটন পিপাসুদের জন্য আকর্ষণীয় স্থান নেত্রকোণার দূর্গাপুরের সোমেশ্বরী নদী
সুহাদা মেহজাবিন
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ দুপুর
ভ্রমণ পিপাসু বা পর্যটক এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর যিনি নেত্রকোণার দুর্গাপুর উপজেলা সম্পর্কে অবগত নন। প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরপুর এই উপজেলার প্রধান আকর্ষণ বিজয়পুরের চীনামাটির পাহাড় ও রঙিন পানির কূপ।
হাজারো পরিবারের জীবিকার উৎস স্বচ্ছ জলের দৃষ্টিনন্দন সোমেশ্বরী নদী পাড়ি দিলেই আপনার দর্শনের অপেক্ষায় থাকা প্রাকৃতিক সম্পদ চীনামাটির বিশাল পাহাড় চোখে পড়বে।
এছাড়াও দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, সাধু যোসেফের ধর্মপল্লী, টংক ও কৃষক আন্দোলনের পথিকৃৎ নেত্রী হাজংমাতা শহীদ রাশিমণি স্মৃতিসৌধ, কমলা রাণীর দিঘী, মানব কল্যাণকামী অনাথালয়।