শেরপুরে ‘ডপস’ এর জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ রাত
শেরপুরে দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে দরিদ্র ও অসহায় শিক্ষর্থীদের ঝড়ে পড়া রোধে কাজ করা সংগঠন “ডপস” এর আয়োজনে জেলার শ্রীবরদী উপজেলার তাঁতীহাটি আইডিয়াল স্কুলে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন ডপসের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শাহিন মিয়া, সংগঠনের সভাপতি মো. শহিদুর রহমান, তাতীহাটি আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল, বানিবাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিমসহ অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডপস সদস্যবৃন্দ। ক্রমান্বয়ে শেরপুরের পাঁচটি উপজেলাতেই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, জীবনকে সুন্দর, আলোকিত ও অর্থবহ করতে সুশিক্ষার কোনো বিকল্প নেই। তাই একটি সুন্দর এবং সুশিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে একযুগের অধিক সময় থেকে ‘বিশিষ্ট সেবা পদক ও জাতীয় শুদ্ধাচার পুরস্কার’ প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ডপস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সংগঠনটির সহযোগিতায় বিভিন্ন অঞ্চলের অসংখ্য সুবিধাবঞ্চিত, ঝরে পড়া ও অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীরা পুনরায় স্কুলমুখী হয়ে বর্তমানে মেডিকেল, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত।
সাধারণত গ্রামাঞ্চলের অনেক অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থী এসএসসি পরীক্ষার পূর্বে প্রয়োজনীয় অর্থ এবং সঠিক দিকনির্দেশনার অভাবে লেখাপড়া থেকে ঝরে পড়ে। জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে প্রয়োজনীয় শিক্ষা সহায়তা প্রদান ও তাদের মেধাকে বিকশিত করে উচ্চ শিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়াই ডপস - এর মূল লক্ষ্য।