ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
শিরোনাম

বছরের শুরুতেই ক্ষমতা হারাতে পারেন ট্রুডো


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ রাত

ছবি সংগৃহীত

কানাডার দীর্ঘ ৯ বছরেরও বেশি সময় ধরে  ক্ষমতায় থাকা জাস্টিন ট্রুডোর আসন নড়বড়ে হয়ে পড়েছে। ট্রুডো সরকারের প্রধান শরিক দলও ট্রুডোর ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে আগামী বছরের শুরুতেই ট্রুডো ক্ষমতা হারাতে পারেন বলে আশঙ্কা রয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার নিউ ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) নেতা জাগমিত সিং বলেছেন, ট্রুডোর সংখ্যালঘু লিবারেল সরকারের পতন ঘটাতে এবং একটি নির্বাচন আয়োজনের উদ্যোগ নেবেন তিনি। এরই মধ্যে এ বিষয়ে তিনি ট্রুডোকে খোলা চিঠিও লিখেছেন।

জাগমিত সিং জানান, আগামী বছরের ২৭ জানুয়ারি শীতকালীন বিরতি শেষে হাউস অব কমন্সে তিনি অনাস্থা প্রস্তাব উত্থাপন করবেন। যদি সব বিরোধী দল প্রস্তাবটিতে সমর্থন দেয়, তাহলে ট্রুডোকে পদত্যাগ করতে হবে। এরপর কানাডায় নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে জাগমিত সিংয়ের অনাস্থা প্রস্তাবে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির বড় বিরোধী দল ব্লক কুইবেকোইসের নেতা। তাঁর ভাষায়, ট্রুডোর ক্ষমতায় থাকার মতো কোনো কারণ নেই।

কনজারভেটিভ নেতারা বলেছেন, তারা যত দ্রুত সম্ভব অনাস্থা ভোটের জন্য পার্লামেন্টের অধিবেশন ডাকতে গভর্নর জেনারেল মেরি সাইমনের কাছে আবেদন জানাবেন।

কনজারভেটিভ নেতা পিয়ের পোলিয়েভর সাংবাদিকদের বলেন, আমরা একটি বিশৃঙ্খল সরকার আর সহ্য করতে পারি না। জাস্টিন ট্রুডোর ওপর পার্লামেন্টের আস্থা নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত