ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
শিরোনাম

তারাকান্দার পল্লীতে মাইক্রোবাস চাপায় মোয়াজ্জিনের মৃত্যু


  এস এম হোসেন আলী

প্রকাশ :  ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ রাত

ময়মনসিংহের তারাকান্দার পল্লীতে রাস্তা পাড়াপাড়ের সময় মাইক্রোবাস চাপায় মোঃ সাইন উদ্দিন(৫৫) নামের স্থানীয় এক মসজিদের মোয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

২০ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে তারাকান্দা-শ্যামগঞ্জ পাকা সড়কের কাকুরা কামিল মাদ্রাসা ও জামে মসজিদের সামনের রাস্তায় এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত মোয়াজ্জিন উপজেলার রামপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত মেহের আলীর পুত্র এবং কাকুরা কামিল মাদ্রাসা ও জামে মসজিদের মোয়াজ্জিন হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুম্মার নামাজের আজানের প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে মোয়াজ্জিন মোঃ সাইন উদ্দিন রাস্তা পার হচ্ছিলেন তখন নেত্রকোনা থেকে ধারা বাজারগামী একটি মাইক্রোবাস সাইন উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশ জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেখে মোয়াজ্জিনের মৃত্যুর পর স্থানীয়রা মাইক্রোবাস চালক ও ঘাতক মাইক্রোবাস (রেজি নং-ঢাকা মেট্রো চ-১২-০৯৬৭) সহ আটক করে এবং তাদের কাছ থেকে চালক মোকছেদুল কে উদ্ধার করে মাইক্রোবাসসহ থানা হেফাজতে নিয়ে আসা হয়।

লাশ নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনানুগভাবে সকল ব্যবস্থা চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত