যেসব হলে মুক্তি পাচ্ছে ফারুকীর ‘৮৪০’ সিনেমা
আরবান ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ রাত
শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বরেণ্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমাটি। মুক্তিকে সামনে রেখে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে এর বিশেষ শো। যেখানে শিল্পী-কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াসহ আরও অনেকেই। আর বিশেষ অতিথি ছিলেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
এদিকে, আগামীকাল দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘৮৪০’ সিনেমাটি। এ তালিকায় দেশের মাল্টিপ্লেক্স হলগুলোর সংখ্যাই বেশি। পরবর্তীতে সিনেমা হলের সংখ্যা বাড়বে বলে জানা গেছে।
অন্যদিকে, সিনেমাটি ঘিরে ইতিমধ্যেই প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন এর নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। আর ভক্ত-দর্শকরাও অপেক্ষায় আছেন ‘৮৪০’ দেখার। যার কিছুটা হলেও প্রমাণ মেলে ভক্তদের ফেসবুক পোস্টে।
নেটদুনিয়ায় সিনেমাটি নিয়ে নানা কথাও বলে যাচ্ছেন এর নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তবে আজ বৃহস্পতিবার তার ফেসবুক পোস্টটি ছিল ভিন্নরকম। আর যা তিনি মজার ছলেই করেছেন!
ফারুকীর ভাষ্য, ‘“ভাই, ৮৪০’র স্ক্রিপ্ট রাইটার হিসাবে আপনার ক্রেডিট নেওয়া উচিত হচ্ছে না।” আমি ভ্রু কুঁচকে বললাম, তাইলে কাকে ক্রেডিট দিব? সে ইউটিউব থেকে একটা গান প্লে করল, “আপা আপা আপা।” তারপর হাহাহা করে হাসতে থাকল।’
পোস্টে তিনি আরও লিখেছেন, ‘কালকে প্রিমিয়ারে সবার কমপ্লিমেন্টের মধ্যে এটা ছিল সবচেয়ে ক্রেজি এবং ক্রিয়েটিভ। প্রিমিয়ারে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা। বহুদিন পর পলিটিক্যাল স্যাটায়ার বানাইলাম। খুবই আনন্দিত হইছি হলের মধ্যে বারবার হাসির রোল শুনতে পেয়ে। কালকে থেকে সিনেমা হলে রিলিজ পাচ্ছে “ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড” ওরফে ““৮৪০”। কাম অ্যান্ড এক্সপেরিয়েন্স দ্য রাইড।’
‘৮৪০’ সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা ইন অ্যাসোসিয়েশন উইথ ইম্প্রেস টেলিফিল্ম। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী। সংগীত পরিচালনায় আছেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ।