চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ আজ
 
                
                আরবান ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১২:৩৭ দুপুর

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের জারি করা ৩২ বছরের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তা ৩৫ করার দাবিতে আজ রবিবার সমাবেশ করবে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা।
সমাবেশটি বেলা ১১টায় রাজধানীর শাহবাগে শুরু হওয়ার কথা।
এর আগে ১৭ নভেম্বর এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করেন ৩৫ প্রত্যাশীরা।
ওই সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সংগঠক আল আমীন রাজু বলেন, ২০১২ সাল থেকে এখন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান। সম্প্রতি এ বিষয়ে সরকার কমিশন গঠন করেছে। কমিশন ছেলেদের ক্ষেত্রে ৩৫ মেয়েদের ৩৭ বছরের সুপারিশ দিয়েছে। কিন্তু সরকার তা না মেনে ৩২ বছর নির্ধারণ করেছে। যেটা আমরা প্রত্যাখ্যান করেছি এবং আন্দোলন চলমান রেখেছি। যার কারণে পুলিশের হামলার শিকারও হয়েছি।

 
		        _medium_1740025882.jpg)
_medium_1735447289.jpg)


_medium_1732078105.jpg)
_medium_1732075892.jpg)
 
     
    