২৪ নভেম্বর মহাসমাবেশের ঘোষণা ৩৫ চাকরি প্রত্যাশীদের
আরবান ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১২:২৭ দুপুর
আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ এবং শর্তসাপেক্ষে উন্মুক্তের দাবিতে আগামী ২৪ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছে ৩৫ প্রত্যাশী ঐক্য পরিষদ।
আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মাঠে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ৩৫ প্রত্যাশী আন্দেলনের অন্যতম সংগঠক আল-আমিন রাজু।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানিয়ে এক বিজ্ঞপ্তিতে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের কথা জানানো হয়।
এদিকে ওই বৈঠকে বিসিএসে একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার অংশগ্রহণ করতে পারবে। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। ওইদিন সংবাদ সম্মেলন করে এমন সিদ্ধান্ত প্রত্যাখান করে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুশিয়ারি দেন তারা।