দুর্গাপুরে পরিবেশ ও প্রকৃতি সচেতনতা বিষয়ক কর্মশালা
নির্মলেন্দু সরকার বাবুল, দূর্গাপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০২:২০ দুপুর

নেত্রকোনার দুর্গাপুরে ঐতিহ্য সংস্কৃতি বিকাশ মঞ্চ এর আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম এর সহযোগীতায় পরিবেশ ও প্রকৃতি সচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
শনিবার মণি সিংহ স্মৃতি যাদুঘর এর হলরুমে ডিএসকের শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের অংশগ্রহনে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন, আকতারী মমতাজ সভাপতি ঐতিহ্য সংস্কৃতি বিকাশ মঞ্চ ও সাবেক সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আফরোজা ডালিয়া বিভাগীয় প্রধান, মানবসম্পদ ও প্রশাসন (ডিএসকে), রোজিনা আক্তার সদস্য ঐতিহ্য সংস্কৃতি বিকাশ মঞ্চ, চিত্রশিল্পী বিশ^জিৎ সোম, জাহিদ মুস্তাফা, ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান। উদ্বোধনী আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ ও প্রকৃতি বিষয়ক চিত্রাংকন প্রতিযোগীতা ও সনদপত্র বিতরন করা হয়।

_medium_1762679038.jpg)
_medium_1762699613.jpg)



_medium_1762609411.jpg)
