শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় ৩১ দফা ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় সভা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৮ জুলাই ২০২৫, ০৮:৩৬ রাত

নেত্রকোণার পূর্বধলায় ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজন এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন মাঠে এ সভার আয়োজন করা হয়।

আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেত্রকোণা জেলা শাখার সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এ এস এম শহিদুল্লাহ্ ইমরান। 

সভায় উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্রদল নেতা মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাশিদ এর সঞ্চালনায় বক্তব‌্য রাখেন, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য ও ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ আলী সরকার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম এ মান্নান, যুবদলের সদস্য সচিব ফিরোজ আকন্দ, যুবদলের আহবায়ক ফিরোজ তালুকদার, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, বিএনপি নেতা আজিম উদ্দিন তালুকদার, গুলজার আহমদ খান, ইদ্দিস আলী, ডা. আব্দুল লতিফ, যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান ডানো, নেত্রকোনা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আনিসুজ্জামান আনিসসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বর্তমান সরকারের ‘অবিচার ও গণতন্ত্রহীনতার’ বিরুদ্ধে লড়াইয়ের জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে এই ৩১ দফা হবে গুরুত্বপূর্ণ রূপরেখা।

এ সময় বক্তারা ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরেন এবং বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে রাষ্ট্রের প্রতিটি স্তরে সংস্কার জরুরি। তারেক রহমানের প্রস্তাবিত রূপরেখা সেই কাজের দিকনির্দেশনা দেবে।”

সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত