শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী দিগপাইত উপশহরে ট্রাফিক সেবা উদ্বোধন


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৮ জুলাই ২০২৫, ০২:২৮ দুপুর

বৃহস্পতিবার ১৭ জুলাই জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী দিগপাইত উপশহরে ট্রাফিক সেবা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) আব্দুল্লাহ আল মামুন বাবু, মো: মাহমুদুল হক সেলিম, মহাব্যবস্থাপক (সি.সি) সোনালী ব্যাংক পিএলসি, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সাল আতিক, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি ও গণমাধ্যম কর্মী মো: খোরশেদ আলম, নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: মফিজুল ইসলাম, ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাহাত হোসেন প্রমুখ।
 
এ সময় এলাকাবাসীর পক্ষে কথা বলেন, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র নির্বাহী পরিচালক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম। তিনি বলেন, এই উপশহরে একটি পাবলিক টয়লেট ,একটি যাত্রী ছাউনী, জলাবদ্ধতা নিরাশনে ডেনেজ ব্যবস্থা করা এবং যানজট নিরশনে  ট্রাফিক বক্স সহ সার্বক্ষণিক ট্রাফিক সেবা পাওয়ার জন্য জেলা পুলিশ সুপার এবং জেলা পরিষদের প্রধান নির্বাহীর কাছে দাবী জানান।
 
জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী (উপসচিব) আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, নাগরিক সুবিধার কথা চিন্তা করে দিগপাইত উপশহরে একটি ট্রাফিক বক্স, যাত্রী ছাউনী, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা করা এবং একটি পাবলিক টয়লেট স্থাপন করতে সার্বিক সহায়তা প্রদান করবেন বলে আশ্বাস দেন।
 
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় জানান “ যার যার জায়গা থেকে আরো সচেতন হতে হবে এবং মাদকের ভয়াবহ আগ্রাসন ও মাদক নির্মূল করতে আমাদের সকলের এগিয়ে আসা প্রয়োজন।” তিনি আরো বলেন, দিগপাইত উপশহরের যানজট নিরশনে অতি শীঘ্রই এখানে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে বলে আশ্বাস দেন।
 
মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার শাহিনুর ইসলাম বলেন, আমরা আমাদের শৈশবকালে এই দিগপাইত উপশহরে ট্রাফিক পুলিশ দেখেছি অথচ এখন এই ব্যস্ততম উপশহরে ট্রাফিক পুলিশের ব্যবস্থা নেই যা খুব দুঃখজনক।
 
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মোঃ মতিউর রহমান, পরামর্শক, ইন্টেলিজেন্ট কনসালটেন্সি এসোসিয়েটস, ঢাকা- বাংলাদেশ, চেয়ারম্যান, দক্ষিণ - পূর্বাঞ্চল উন্নয়ন ফাউন্ডেশন। তিনি এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
 
এছাড়াও উপস্থিত ছিলেন দিগপাইত উপশহরের স্হানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, মসজিদের ইমাম, জেলা পুলিশ ও নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 
 
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পায়ে হেঁটে দিগপাইত উপশহর পরিদর্শন করেন এবং স্থানীয় ব্যবসায়ীদের খোঁজ-খবর নেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত