শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

আটপাড়ায়-মাদ্রাসার-শিক্ষার্থীদের-দেশি-প্রজাতি-চারা-গাছ-বিতরণ


  মির্জা হৃদয় সাগর

প্রকাশ :  ১৮ জুলাই ২০২৫, ০৭:৪৮ বিকাল

নেত্রকোনার আটপাড়ায় কৃষি পূর্ণবাসন কর্মসূচির আওতায় মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে দেশি প্রজাতি চারা গাছ বিতরণ।

বৃহস্পতিবার(১৭ জুলাই) দুপুরে উপজেলার কেলং গ্রামে আলেফ উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসায় ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে এ চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে কৃষি পূর্ণবাসন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে ১ টি করে নিম, জাম, বেল ও কাঁঠাল গাচের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দুওজ আটপাড়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান মামুন দুওজ ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আতিকুর রহমান, আলেফ উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মিজানুর রহমানসহ মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
দুওজ ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আতিকুর রহমান জানান, কৃষি অফিসের এই উদ্যোগটিকে আমি সাধুবাদ জানাই। এসে শিক্ষার্থীরা দেশি প্রজাতির বৃক্ষের প্রতি আগ্রহ বাড়বে। এমন উদ্যোগ সব সময়ের জন্য সফলতা বয়ে আনবে বলে আমি মনেকরি।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান মামুন জানান, পরিবেশের জন্য বৃক্ষ খুব উপকারি, আর দেশি বৃক্ষের অবদান তো বলে শেষ করা যাবে না। তাই আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দেশি চারা বিতরণ করছি ও তাদের সাথে দেশি চারা গুলোর উপকারিতা তুলে ধরছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত