শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় ফাঁ*স দিয়ে যুবকের আত্ম*হত্যা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৮ জুলাই ২০২৫, ০৬:৪৯ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় মনোয়ার হোসেন (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামে এ ঘটনা ঘটে। মনোয়ার হোসেন ওই গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মনোয়ার হোসেন কোনো আয়-রোজগার করতেন না এবং প্রায়ই ভবঘুরে ঘুরে বেড়াতেন। এ নিয়ে তার পরিবারে প্রায় সময় ঝগড়া লেগে থাকত। ঘটনার দিন পারিবারিক কলহের জেরে তিনি অভিমানে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তার বাবা তরিকুল ইসলাম জানান, ছেলেকে খুঁজে না পেয়ে ঘরের দরজা বন্ধ অবস্থায় পেয়ে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। তখন দেখতে পান, মনোয়ার হালকা আকাশি রঙের সুতার রশি দিয়ে আড়ার সঙ্গে ঝুলে আছেন।

পরবর্তীতে পরিবারের লোকজন ও আশপাশের প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তদন্ত কর্মকর্তা এসআই মোঃ. রফিকুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নূরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত