শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় দাখিল পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়া শিক্ষক দম্পতির কন্যা ডালিয়া


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ১৭ জুলাই ২০২৫, ০১:২৮ দুপুর

এবারের দাখিল পরীক্ষার ফলাফলে নেত্রকোনার পূর্বধলায় শিক্ষক দম্পতির কন্যা  ফাতেমা আজাদ ডালিয়া সর্বোচ্চ নাম্বার পাওয়ার গৌরব অর্জন করেছে। সে উপজেলা সদরের পূর্বধলা হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা থেকে অংশগ্রহণ করে মানবিক বিভাগে ১২৬৪ নাম্বার পেয়ে শীর্ষস্থানে রয়েছে। ডালিয়া উপজেলার পূর্বধলা হোছাইনীয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক (আইসিটি) আবুল কালাম আজাদ ও মেঘশিমুল উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক (আইসিটি) সায়েদা ইয়াছমিন দম্পতির জেষ্ঠ্য কন্যা।

ডালিয়া নম্বর পত্র থেকে দেখা গেছে কুরআন মাজিদ ও হাদিস শরীফ থেকে ১৭৪, আরবী ১ম ও ২য় পত্রে ১৮৭, আকাইদ ফিকাহ বিষয়য়ে ৮১, ইংরেজি ১ম ও ২য় পত্রে ১৮৪, বাংলা ১ম ও ২য় পত্রে ১৮৬, গনিত বিষয়ে ৯৮, ইসলামের ইতিহাস এ ৭৬, আইসিটি ৪৩, ক্যারিয়ার ৫০, শারীরিক শিক্ষা ৯৮, কৃষি বিষয়ে ৮৯ নম্বর পেয়েছে। সব মিলিয়ে ১৪০০ নম্বর থেকে ১২৬৪ নম্বর পেয়ে জিপিএ ৫ পেয়েছে।

তার এমন ভাল ফলাফলে তার পরিবার ও শিক্ষক ও সহপাঠীরা খুশি হয়েছেন।

ডালিয়া জানান, তার ভাল ফলাফলের জন্য তার পিতামাতা, শিক্ষকদের অনুপ্রেরনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে একজন শিক্ষক হতে চান। তার উত্তরসুরীদের উদ্দ্যেশ্যে বলেন, ভাল ফলাফলের জন্য কঠোর অধ্যবসায় করতে হবে পাশাপাশি নৈতিক মূল্যবোধের অবক্ষয় হয় এমন কিছু করা যাবে না। স্মার্টফোন ও সামাজিক যোগযোগ মাধ্যমের প্রতি আসক্তি সৃষ্টি করা যাবে না।

উল্লেখ্য দাখিল পরীক্ষায় পূর্বধলা উপজেলায় ১৪টি প্রতিষ্ঠান থেকে ৫০০জন শিক্ষার্থী  অংশগ্রহন করে ২৪০জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৪৮ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ডালিয়াসহ মাত্র ৪জন। অন্যরা হলেন, ধারা দাখিল মাদরাসার শিক্ষার্থী স্বর্ণা আক্তার (১১৮৭), নারান্দিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী নাজমীন সুলতানা (১১৮২) এবং মাথাং মাদ্রাসা থেকে লামিয়া আক্তার মুন (১১৮৭)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত