পূর্বধলায় বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০২:৫০ দুপুর
_original_1752653506.jpg)
নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলা সদরের পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি বদরুজ্জামান মিন্টু।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার, সহ সভাপতি মোঃ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন, মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহাব,সালথী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ বাবুল, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালিব, মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রতন খান, আগিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মেজবাহ উদ্দিন রুমি, এন জারিয়া ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল মান্নান, ঘাগড়া দিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জায়েজুল ইসলাম প্রমুখ।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ঘাগড়া দিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও: আসাদুল হক।
পরে স্বাগতিক বক্তব্যে সভাপতি বদরুজ্জামান মিন্টু বলেন দীর্ঘদিন পর এমন একটি সুন্দর আয়োজনে অংশগ্রহন করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান সেই সাথে বিভিন্ন দিক নির্দেশনা ও কাজের অগ্রগতি তোলে ধরেন।
অন্যান্য বক্তারা বলেন উপজেলায় শিক্ষার মান উন্নয়নে সবাইকে সচেতনসহ কার্যকরী পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন দাবী আদায়ে সংগঠনের পক্ষ থেকে জোরালো ভুমিকা রাখতে হবে। তাছাড়া আগামী নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিফলন ঘঠানোর দাবী জানানো হয়।