জামালপুর আশেক মাহমুদ কলেজে "জুলাই স্মৃতি স্তম্ভ" নির্মাণের শুভ উদ্বোধন

মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১০:০৮ দুপুর
_original_1752552454.jpg)
১৪ জুলাই সোমবার সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক পানাউল্লাহ হলের সামনে আজ সকালে “জুলাই স্মৃতি স্তম্ভ” নির্মাণের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক হাসিনা বেগম, জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা, কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ। স্মৃতি স্তম্ভটি নির্মাণের উদ্দেশ্য হচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও অন্যান্য জাতীয় আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণে রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও ইতিহাসচেতনা জাগ্রত করা।
উদ্বোধনী বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, "এই স্মৃতি স্তম্ভ শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের গৌরবময় ইতিহাসের প্রতীক। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি হবে অনুপ্রেরণার উৎস।"