আইন-শৃঙ্খলা অবনতি ও ষড়যন্ত্রের প্রতিবাদে ফুলছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল

আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৪:১৫ দুপুর

সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্র মূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বুধবার (১৬ জুলাই)দুপুরে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ গেটে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন,ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু মিয়া।
এতে বক্তব্য দেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান শহিদ,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়,সাবেক যুগ্ম আহবায়ক টুকু মিয়া,উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জোহা লুডু, উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক,গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ,সাধারণ সম্পাদক মাসুদ রানা, উড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সাতটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক বিএনপি কর্মী-সমর্থক।