বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

জামালপুরে ডিজিটাল সেন্টার সমূহের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইউডিসি উদ্যোক্তাদের প্রশিক্ষণের শুভ উদ্বোধন


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৬ জুলাই ২০২৫, ১১:১৭ দুপুর

১৫ জুলাই রোজ মঙ্গলবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও পৌর ডিজিটাল সেন্টারসমূহের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ইউডিসি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। 
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম। 
 
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, জামালপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি, জামালপুর সদর উপজেলার সম্মানিত সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার।
 
জেলা প্রশাসক বলেন, নাগরিক সেবা প্রদানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইউডিসি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে সকল কে আরো সক্রিয় ভাবে কাজ করে যেতে হবে বলে জানান। 
 
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন উদ্যোক্তা, ডিজিটাল সেন্টার ও পৌর ডিজিটাল সেন্টারসমূহের কর্মকর্তা-কর্মচারীগন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত