মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
শিরোনাম

এনসিপি'র পূর্বধলা উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৩ জুলাই ২০২৫, ০১:৪৯ দুপুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৩১ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।

এই কমিটি আগামী তিন মাস বা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

শুক্রবার (১২ জুলাই) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারর্জিস আলম এবং সদস্য সচিব আখতার হোসেন এই কমিটির অনুমোদন দেন।

ঘোষিত কমিটিতে আনোয়ার হোসেন কাজলকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার জাহিদ হাসান, আবদুল খালেক এবং মোছা. নুরুন্নাহার।

কমিটিতে অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন তোফায়েল আহম্মেদ, বাদল মিয়া, মইনুল ইসলাম, মেহেদী হাসান তালুকদার, মো. আজহারুল ইসলাম, বাবলু মিয়া, মো. হানিফ, নাজমুল হক, তুলা মিয়া, মো. ওবাইদুল হক, নাঈম হাসান, মো. সোহাগ মিয়া, মো. এনামুল হক, সুজাত মিয়া, মো. আবু বক্কর, মো. ঝুটন, মো. খোকন মিয়া, তৌহিদ আলম শিহাব, আনোয়ার হোসেন, জাহিন আল-ফাহাদ জুনাইদ, কাজল হোসাইন, রুহুল আমিন, কামাল হোসেন, মো. রাশিদ মিয়া, মো. মঞ্জুল হক, মো. জসিম উদ্দীন এবং মো. মুসা মিয়া।

দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিকভাবে শক্তিশালী কাঠামো গড়ার লক্ষ্যে এনসিপি দেশব্যাপী কমিটি গঠনের কাজ চালিয়ে যাচ্ছে। পূর্বধলায় নতুন কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন নেতারা।

তারা জানান, অস্থায়ী এ কমিটির মাধ্যমে পূর্বধলায় সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করা হবে। একইসঙ্গে পূর্ণাঙ্গ ও শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তুতিও চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত