রাত পোহালেই জামায়াতের বিশাল জাতীয় সমাবেশ! পূর্বধলায় ব্যাপক প্রস্তুতি

মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১২:৪৫ দুপুর

রাত পোহালেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল জাতীয় সমাবেশ। সাত দফা দাবি আদায়ের লক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শনিবার (১৯ জুলাই) এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যেই সমাবেশ স্থলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশের জামায়তে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।
দেশের বরেণ্য জাতীয় নেতৃবৃন্দ এতে বক্তব্য প্রদানের মাধ্যমে আগামীর দিক নির্দেশনা দিবেন। সমাবেশ সফল করতে সারাদেশ থেকে নেতাকর্মীরা দলে দলে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এ যেন ইতিহাসের স্বাক্ষী হতে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। স্বরণকালের ইতিহাসে সবচেয়ে বড় গণজমায়েত অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। নেত্রকোনার পূর্বধলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে সম্মেলনে যোগদানের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ শুক্রবার রাত বারোটার দিকে পূর্বধলা থেকে একটি বিশাল গাড়ি বহর ঢাকা সমাবেশের উদ্দেশ্যে রওনা দিবে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা।
বাংলাদেশের জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার নায়েবে আমির মো: জয়নাল আবেদীন জানিয়েছেন সমাবেশে বড় একটি অংশ যোগ দিতে উপজেলার প্রতিটি ইউনিয়নে পৃথক তারিখে নেতা কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব প্রস্তুতি সভায় নেতাকর্মীরা সম্মেলনে যোগদানের জন্য স্বতঃস্ফূর্তভাবে মত প্রকাশ করেছেন।
পূর্বধলা সদর ইউনিয়নের জয়নাল আবেদিন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমদ হারিছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা, নেত্রকোনা জেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি মোঃ নিজাম উদ্দিন। সভাপতিত্বকরেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুল হক খান।
এর আগে উপজেলার গুরুত্বপুর্ণ বাজার ও পয়েন্টে সম্মলেনের ৭দফা দাবী আদায় সম্বলিত লিফলেট বিতরন ও শোডাউন দেয়া হয়। সাত দফা দাবীর মধ্যে রয়েছে সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষনাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুথানের শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা, লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করন।
হোগলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ আকিকুল ইসলাম জানান, সম্মেলনে যোগ দিতে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আজ শুক্রবার রাতেই পূর্বধলা থেকে একটি বিশাল গড়ি বহর ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে।
নেত্রকোনা জেলা জমায়াতের সহকারী সেক্রেটারি ও আগামী সংসদ নির্বাচনে পূর্বধলা আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফা জানান, সম্মেলনে যোগদিতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়ন থেকে দশটি বাস ও তিনটি হায়েস গাড়ির মাধ্যমে উপজেলার নেতাকর্মীরা আজ রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এছাড়া নেত্রকোন জেলা সদরসহ জেলার প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে গাড়িবহরে করে নেতাকর্মীরা ঢাকায় সম্মেলনের উদ্দেশে রওয়ানা দিবেন।