জামালপুরে "জুলাই শহীদ দিবস ২০২৫" উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১০:৫১ দুপুর

জামালপুর ‘জুলাই শহীদ দিবস ২০২৫’ উপলক্ষে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৬ জুলাই বিকাল ৪:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক হাছিনা বেগম মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়, জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল হক, জামালপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার সহ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীসমাজ ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন আহত যোদ্ধাগণ, ছাত্র প্রতিনিধি, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ। সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।