বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
শিরোনাম

কাশ্মীর: পুরুষদের লক্ষ্য করে গুলি করে বন্দুকধারীরা


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৩ এপ্রিল ২০২৫, ০২:০১ দুপুর

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলায় পুরুষদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) ওই হামলায় ২৪ জন পর্যটক নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পেহেলগাম থেকে তিন মাইল দূরে বৈসারণে ওই হামলা ঘটে। প্রত্যক্ষদর্শী একজন নারীর বরাত দিয়ে ভারতের একাধিক সংবাদমাধ্যম বন্দুকধারীদের হামলার বিবরণ জানায়। ওই নারীর স্বামী বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।

ওই নারী জানান, হামলাকারীরা পুরুষদের লক্ষ্য করে গুলি চালায়।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ওই হামলার পর বিশ্বের শীর্ষ নেতারা নিন্দা জানিয়ে ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। মোদি সৌদি আরব সফরে ছিলেন। হামলার ঘটনায় তিনি সফর সংক্ষিপ্ত করে দ্রুতই দেশে ফিরেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং দেশটির প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন।

মঙ্গলবারের এই হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বাধিক প্রাণঘাতী বেসামরিক হামলা বলে অভিহিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত