পারভেজ হত্যার বিচারের দাবিতে পূর্বধলায় ছাত্রদলের মানববন্ধন

নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪০ বিকাল

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কর্মী, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে চুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবীতে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে পূর্বধলা সরকারি কলেজ গেইটে পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদল শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
পূর্বধলা সরকারী কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক আনিসুজ্জামান আনিছ এর সভাপতিত্বে ও সদস্য সচিব রুবায়েত খান শান্তর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পু, ছাত্রদল নেতা মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ, রাফিন আহমেদ, নোমান ফকির, লিয়ন, সাকিব, কামাল প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, ছাত্রদল নেতা পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, ততক্ষণ ছাত্রদলের আন্দোলন চলবে।