ভালুকায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পরিচিতি সভা

আবুল বাশার শেখ
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০২:৪৯ দুপুর
_original_1745311721.jpg)
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির স্কয়ার মাস্টারবাড়ী শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী শাখা কার্যালয়ে মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির স্কয়ার মাস্টারবাড়ী শাখা কমিটির সভাপতি আব্দুল্লাহ বিন মনির সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেনের সঞ্চালনায় এই পরিচিতি সভায় উপস্থিত ছিলেন শাখা কমিটির কার্যকরি সভাপতি মোঃ সুজন মিয়া, সহ সভাপতি মোঃ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ, দপ্তর সম্পাদক মোঃ আশিকুর রহমান, সহঃ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সদস্য মোঃ শরীফুল ইসলাম, আমিনুল হক, রাজিবুল হাসান, হানিফ মিয়া, রিপন দাদা ও আমিনুল ইসলাম।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির স্কয়ার মাস্টারবাড়ী শাখা কমিটির সভাপতি আব্দুল্লাহ বিন মনির সোহাগ সমিতির নানা দিক তুলে ধরে জানান, আমাদের কমিটির অনুমোদনের পর সব কিছু ঠিক করতে একটু সময় লেগেছে, এখন পুরোদমে আমাদের কার্যক্রম চলবে। আমরা সকলের সহযোগিতা কামনা করি।