বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৩২ বিকাল

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মো: সাদমান সাকিব ধ্রুব (২৬) ও ১৫০ গ্রাম গাঁজাসহ রিপা আক্তার (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ। 

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের কাজলা চৌদ্দয়ানী গ্রামের মো: নফিকুল ইসলামের ছেলে এবং উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাছমারকেন্ডা গ্রামের মো: রুবেল মিয়ার স্ত্রী।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: কামরুল ইসলাম ও  এসআই ফিরোজ আহমেদ চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত