বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
শিরোনাম

ভারতে ফিলিস্তিনের পক্ষে পোস্টার, গ্রেফতার ৭


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২২ এপ্রিল ২০২৫, ১০:৪৪ দুপুর

ছবি: সংগৃহীত
‘ফ্রি গাজা, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান লিখে পোস্টার লাগোনোর অভিযোগে ভারতের উত্তর প্রদেশে ৭ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। 
 
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।  
 
পুলিশ কর্মকর্তা বানিয়াথাইর রাম ভির সিং জানান, এসব পোস্টারে ইসরায়েলি পণ্য বয়কটেরও আহ্বান জানানো হয়। সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের গ্রেফতার কার হয়েছে বলে জানান তিনি। 
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের অধীনে ভারতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের উপর কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এরপর সম্ভাল জেলায় এই গ্রেফতারের ঘটনা ঘটল। দেশটিতে উগ্র-ডানপন্থী হিন্দু গোষ্ঠীগুলোকে ইসরায়েলপন্থী সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।
 
এছাড়া, আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলা সত্ত্বেও নয়াদিল্লি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
 
মোদি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অধীনে ভারত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক দ্রুত বৃদ্ধি পেয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত