বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
শিরোনাম

নতুন দল নিয়ে রাজনীতিতে আসছেন ইলিয়াস কাঞ্চন


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৪ এপ্রিল ২০২৫, ১১:২২ দুপুর

দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনের পাশাপাশি সামাজিক বিভিন্ন অবক্ষয় নিয়েও কথা বলতে দেখা গেছে বাংলাদেশের জনপ্রিয় চিত্রতারকা ইলিয়াস কাঞ্চনকে।

অবশেষে রাজনীতিতে নামছেন একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা। ঘোষণা দিতে যাচ্ছেন নতুন রাজনৈতিক দলের। এমনটা নিশ্চিত করেছেন তিনি নিজেই।

ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, তার নেতৃত্বে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে রাজনৈতিক দল আনা হচ্ছে।

আগামী ২৫ এপ্রিল রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে দলটির। সেখানে ইলিয়াস কাঞ্চন তার নতুন দলের নাম ঘোষণা করবেন।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। গড়ে তুলেছেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত