শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
শিরোনাম

শিশু আছিয়ার মৃত্যুতে গাইবান্ধায় শোক ও প্রতিবাদ সমাবেশ


  সিদ্দিক আলম দয়াল

প্রকাশ :  ১৪ মার্চ ২০২৫, ০৫:৩৯ বিকাল

ধর্ষণের শিকার হয়ে মাগুরার শিশু আছিয়ার মৃত্যুতে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে শোক ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় শহিদ মিনার চত্বর, দারিয়াপুরে এ সমাবেশের আয়োজন করে সাংস্কৃতিক জোট, দারিয়াপুর। শুরুতে শিশু আছিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নিরতবতা পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাংস্কৃতিক জোট, দারিয়াপুর এর সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রেজা। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জোট, দারিয়াপুর এর সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, পৈচাশিকতার শিকার ৭ বছরের শিশু আছিয়া কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেছে। প্রতিদিনই এরকম ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে এগুলো ঘটছে। তারা অপরাধের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবির পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত