নীতি নৈতিকতার সংকট শীর্ষক বীক্ষণ আসর

রফিকুল ইসলাম মানিক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০৫:১৪ বিকাল

জাগাইছে জনে জনে প্রজ্ঞা স্পন্দন শ্লোগানে মুখরিত ময়মনসিংহ সাহিত্য সংসদ পাঠচক্র প্রকল্প বীক্ষণ আসর ২১৪০ শুক্রবার সকালে চেতনা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আসরের আলোচ্য বিষয় 'নীতি নৈতিকতার সংকট'।
সভাপতিত্ব করেন কবি ও সংগঠক আলী ইউসুফ। আলোচনা করেন ডাঃ মতিউর রহমান, গবেষক অহিদ রহমান,কবি জালাল উদ্দীন জামান, কবি পারভেজ শিহাব, কবি রফিকুল ইসলাম মানিক, আবৃত্তিকার টিপু চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কবি স্বাধীন চৌধুরী সাধারণ সম্পাদক ময়মনসিংহ সাহিত্য সংসদ, সঞ্চালনায় কবি জুবায়েদ ইবনে সাঈদ আহ্বায়ক বীক্ষণ।
উপস্থিত ছিলেন বাচিকশিল্পী শেখ মাহবুব, রাকেশ দাস বাপ্পি, কবি আমজাদ শ্রাবণ, বাচিকশিল্পী স্বর্ণা চাকলাদার এ্যানি, সানজিদা শাওন, কবি জি.সি.দেবনাথ, সংবাদকর্মী নবী হোসেন লাদেন প্রমুখ।