শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
শিরোনাম

শেরপুরের মহিলা আওয়ামী লীগের দাপুটে নেত্রী রুপালি গ্রেফতার


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৪ মার্চ ২০২৫, ০৫:২৬ বিকাল

শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা মহিলা আওয়ামী লীগের দাপুটে সভানেত্রী আয়েশা ছিদ্দিকা রুপালিকে অবশেষে গ্রেফতার করেছে ঝিনাইগাতি থানা পুলিশ। 

৫ আগষ্টের পরেও এই নেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের দলীয় নানা পোষ্ট দিয়েই যাচ্ছিলেন। এই নারী নেত্রীকে পুলিশ কয়েক মাস ধরে খুঁজছিলেন। বৃহস্পতিবার ভোর রাতে জেলার ঝিনাইগাতির তেঁতুলতলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে তার নামে বিশেষ ক্ষমতা আইনে  মামলা আছে।

বৈষম্য বিরোধী ছাত্র ও সাধারণ মানুষ জানিয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালীন ঝিনাইগাতির দাপুটে নেত্রী ছিলেন তিনি।

৫ আগস্ট আন্দোলনে ছাত্র ও আন্দোলনকারীদের নানা ভাবে হয়রানি করা হয়। স্থানীয় সাবেক সরকার দলীয় এমপির সাথে দাদা নাতি সম্পর্ককে পুজি করে কোটি টাকার মালিক হয়েছেন।‌ ক্ষমতা খাটিয়ে ঠিকাদারি, চাঁদাবাজি ও তদবীর বাণিজ্যই ছিল এই নেত্রীর ব্যবসা। 

ঝিনাইগাতি থানা ওসি আল আমিন  বলেন, অভিযুক্তকে আদালতের নির্দেশে জেল হাজাতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত