শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
শিরোনাম

মধ্যরাতের মধ্যরেখায় 'গহীনে নীল' গ্রন্থ উন্মোচন ও গ্রন্থালোচনা অনুষ্ঠিত 


  রফিকুল ইসলাম মানিক

প্রকাশ :  ১৪ মার্চ ২০২৫, ০৬:২৬ বিকাল

ছড়াকার  তাছাদ্দুক হোসেনের গল্পগ্রন্থ মধ্যরাতের মধ্যরেখায়, লেখক বেলায়েত হোসেনের উপন্যাস গহীনে নীল গ্রন্থ দুটির গন্থ উন্মোচন ও গ্রন্থালোচনা শুক্রবার বিকেলে ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন কথা সাহিত্যিক আবু সাঈদ কামাল।
 
মুখ্য আলোচক প্রফেসর জয়নাল আবেদীন খান, প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। আলোচক, জসীম উদ্দীন মুহম্মদ, প্রফেসর মুঈন হুদা।স্বাগত বক্তব্য রাখেন কবি রফিকুল ইসলাম সুফিয়ান। লেখকের অনুভুতি প্রকাশ করেন লেখক বেলায়েত হোসেন ও ছড়াকার তাছাদ্দুক হোসেন। সঞ্চালনায় ফজলুল হক পরাগ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত