শিক্ষাকে আনন্দময় করতে ‘আরবান একাডেমিতে‘ ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ রাত
শিক্ষার্থীদের কাছে বিদ্যালয়কে আনন্দময় করে তুলতে আরবান একাডেমিতে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নেত্রকোনার পূর্বধলার উপজেলার আরবান একাডেমিতে ভিন্নধর্মী এই আয়োজন করা হয়।
শিশু শিক্ষার্থীরা নানা রঙের পোশাকে সু-সজ্জিত হয়ে নাচ, গান, আবৃত্তি ও আনন্দের মাধ্যমে বার্ষিক ক্লাস পার্টি পালন করে। বিদ্যালয়ে প্রতি ক্লাসে ক্লাসে কেক কাটার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করা হয়। শিক্ষার্থীদের উৎসাহ দিতে সাংস্কৃতিক পরিবেশনায় স্কুলের শিক্ষক ও অভিভাবকরাও অংশ নেন।
এসময় অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল মো: ফিরোজ মিয়ার সভাপতিত্বে প্রধান আলোচক নেত্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মারুফুজ্জামান রাসেল বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড তাই সকলকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। পরিক্ষার ফলাফল ভাল করতে যেমন নির্ভুলভাবে পড়াশোনা করতে হবে ঠিক তেমনি দেহ ও মনকে উৎফুল্ল রাখতে এ ধরনের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, আরবানের কো-অর্ডিনেটর আবুল আরশাদ, শিক্ষানুরাগী দীপক দে, আজকের আরবানের স্টাফ রিপোর্টার নাহিদ আলমসহ উপস্থিত ছিলেন এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।
ভাইস- প্রিন্সিপাল মো: ফিরোজ মিয়া বলেন, ২০২৪ শিক্ষাবর্ষের শেষান্তে অত্যন্ত আনন্দময় ও কোলাহলপূর্ণ পরিবেশে এই ক্লাস পার্টি গতানুগতিক ক্লাসের একঘেয়েমি দুর করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।