ইরানে এক ডলার বিক্রি ৭ লাখ ৪০ হাজার রিয়ালে
আরবান ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৫ দুপুর
বাশার আল আসাদের সিরিয়ায় দুই যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা পর পতনে শুধু রাজনৈতিকভাবেই নয় অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩ বছর ধরে সিরিয়ায় আসাদ সরকারকে সমর্থন জুগিয়ে আসা ইরানের। ইতিমধ্যেই দেশটির মুদ্রা রিয়ালের রেকর্ড পতন হয়েছে।
বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরানে ডলারের এক্সচেঞ্জ রেট বেড়ে ৭ লাখ ৪০ হাজারের বেশিতে বিক্রি হয়েছে। অন্যদিকে, ইউরোর দাম বেড়ে ৭ লাখ ৭০ হাজারের বেশি হয়েছে।
গত ৩০ জুলাই নতুন প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেশকিয়ান দায়িত্ব নেওয়ার পর থেকে রিয়ালের রেকর্ড পতন। তিনি যে সময় দায়িত্ব গ্রহণ করেন সেসময় ডলারের বিনিময় হার ছিল ৫ লাখ ৮৪ হাজার রিয়াল। ২০১৫ সালে পারমাণবিক চুক্তির কারণে প্রাথমিকভাবে ডলারের বিনিময় হার ৩২ হাজার রিয়াল নির্ধারণ করেছিল।
দেশটির মানি এক্সচেঞ্জগুলো আশঙ্কা করছে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘ সময়ের জন্য চলতে থাকলে এই হার ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত বাড়তে পারে।
এদিকে গতমাসের শুরুতে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলার পর থেকে ইরানের রিয়ালের মূল্য কমতে থাকে। এটি প্রায় ২৭ শতাংশ হ্রাস পেয়ে ডলারের বিপরীতে বিনিময় হার গিয়ে দাঁড়ায় প্রায় ৭ লাখ রিয়ালে।
শুধু তাই নয়, ১৩ বছর ধরে সিরিয়ায় আসাদ সরকারকে সমর্থন জুগিয়ে আসা ইরান এবার মধ্যপ্রাচ্যে প্রভাব হারানোর শঙ্কায়। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে হামলা করতে পারে ইসরায়েল-বাড়ছে সেই শঙ্কা।