ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

শেরপুরে গণফোরামের বর্ধিত সভা অনুষ্ঠিত


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৯ নভেম্বর ২০২৪, ০৯:১০ রাত

"রাষ্ট্রের মালিক জনগণ" এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে গণফোরামের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ৯ নবেম্বর বিকালে শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গণফোরামের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট জগলুর হায়দার আফিম।  গণফোরামের কেন্দ্রিয় কমিটির সদস্য ও  শেরপুর জেলা শাখার আহ্বায়ক  আজহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ শাহ নুরুজ্জামান। 

জেলা গণফোরামের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বৈষম্যহীন ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে গণফোরামে যোগদানের আহবান জানান। সভায় গণফোরামের জেলাসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ্ব উপস্থিত ছিলেন।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত