আরবানের উদ্যোগে ফ্রি প্রশিক্ষণ, নগদ অর্থ ও সনদ বিতরণ কার্যক্রমের উদ্বোধন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:০৫ বিকাল
_original_1761738577.jpg)
সরকারি অর্থায়নে পরিচালিত ASSET প্রকল্পের আওতায় এন্টারপ্রাইজ বেইসড ট্রেনিং (ইবিটি) উদ্যোগে নেত্রকোণার পূর্বধলায় আরবান-এর ফ্রি প্রশিক্ষণ, নগদ অর্থ ও সনদ প্রাপ্তির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা সদরের আরবান টেকনিক্যাল ইনস্টিটিউটের মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনিছুর রহমান খান।

প্রশিক্ষণ কর্মসূচিটি বাস্তবায়ন করছে একটিভিটি ফর রিফরমেশন অব বেসিক নীডস (আরবান)। এটি পরিচালিত হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে, আর ইন্ডাস্ট্রি পার্টনার হিসেবে রয়েছে ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (ISISC)।
ইবিটি কর্মসূচির আওতায় লেভেল-৩ পর্যায়ের তিন মাস মেয়াদি সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি ব্যাচে ২৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন। প্রশিক্ষণের বিষয়সমূহ হলো-ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, কম্পিউটার অপারেশন ও বিউটিফিকেশন।

প্রশিক্ষণ শেষে সফল অংশগ্রহণকারীরা যাতায়াত ও সম্মানী বাবদ নগদ অর্থ এবং লেভেল-৩ মানের সরকারি সনদ পাবেন।অনুষ্ঠানের সঞ্চালনা করেন আরবানের কো-অর্ডিনেটর আবুল আরশাদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আনিছুর রহমান খান বলেন, “আজকের দিনে আমাদের লক্ষ্য হওয়া উচিত-‘দক্ষ কর্মে হব যুক্ত’। কারিগরি শিক্ষাই যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে পারে এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে।”

আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য দেন ডিরেক্টর (এডুকেশন অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট) সুহাদা মেহজাবিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি বদ্দরুজ্জামান মিন্টু, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী (মামুন), পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, পূর্বধলা সরাকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকির আহমেদ খান কামাল, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম প্রমুখ। 
অতিথিরা বলেন, সরকারিভাবে পরিচালিত এই প্রশিক্ষণ কর্মসূচি তরুণ-তরুণীদের কর্মমুখী করে তুলবে। বিশ্বব্যাংকের সহায়তায় ASSET প্রকল্পের এই উদ্যোগ পূর্বধলার যুব সমাজের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

_medium_1761562125.jpg)
_medium_1761561989.jpg)
_medium_1761561864.jpg)
_medium_1761543787.jpg)
_medium_1761559905.jpg)

